চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীর সুধারামে ট্রাক চালকের গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু

Share this:

 নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় নেশাগ্রস্থ এক ট্রাক চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে । নিহত রিয়াজ উদ্দিন (২০) উপজেলার হানিফ রোডের চর শুল্লকিয়া গ্রামের হাসান রাজার ছেলে ।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে পুলিশ । ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে কোন সময়ে সে ঘরের পাশে থাকা কড়ই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।

স্থানীয় সূত্রে জানা যায়, এটি হত্যা না আত্মহত্যা, এই নিয়ে চলছে এলাকায় নানা গুঞ্জন? নিহতের পিতা সকালে তার ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে জানা যায় নিহত যুবক নেশাগ্রস্ত ছিল। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিস্তারিত জানা যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *