গৌরনদীতে বিট পুলিশিং সমাবেশ
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : মাদক ও চোরাচালান নির্মূল, সড়ক দূর্ঘটনা হ্রাস এবং মহাসড়কে শান্তি-শৃংখলা বজায় রাখতে জেলার গৌরনদী হাইওয়ে থানার আয়োজনে কমিউনিটি বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
। শনিবার সকাল সাড়ে দশটায় হাইওয়ে থানার কম্পাউন্ডে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সী। প্রধান বক্তা ছিলেন হাইওয়ে মাদারীপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম সিদ্দিকী ।
হাইওয়ে থানার ওসি মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার প্রমুখ।