গৌরনদীতে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : উপজেলার দক্ষিণ বিজয়পুর মহল্লা থেকে বুধবার সকালে গোলাম ফজলে রাব্বি (২০) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
নিহত রাব্বি ওই এলাকার মোস্তাফিজুর রহমান বেপারীর পুত্র ও সরকারী গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলো। নিহতের স্বজনরা জানিয়েছেন, পরিবারের সবার অজান্তে মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাসা থেকে বের হয়ে রাব্বি আর বাসায় ফেরেননি ।
সকালে ওই এলাকার খালপাড়ের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পথচারীরা লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওইদিন দুপুরে মর্গে প্রেরন করা হয়েছে।