পুরনো ব্যস্ততায় ফিরলেন শাহীন
পুরো নাম শাহীনুল ইসলাম তবে মিডিয়া এবং সিনেপাড়ায় কৌতুক অভিনেতা শাহীন নামেই বেশ পরিচিতি তার। বাংলাদেশের প্রথম সারির কৌতুক অভিনেতা খুঁজতে গেলে তার নামটি অনায়াসে চলে আসে। এখন তো স্যাটেলাইট চ্যানেল এবং ইউটিউব গিজ গিজ করে, সিডি ‘র যুগে শাহীন এর অভিনীত কৌতুকগুলো বাজারে আসলে তখন উৎসব নেমে আসতো। সে কথা এখন শুধু অতিত কালের বিবর্তন আর ডিজিটাল নবরুপ যেন পাল্টেছে সব চিত্র মিডিয়াপাড়া গুলোতে। মাঝে ধস নেমেছিল করোনা ভাইরাসের সংক্রমণের জন্য,এর জন্য থমকে ছিল পুরো শোবিজপাড়া।
কাজহীন হয়ে পরেছিল বহু শিল্পীরা তবে ভোড় পাল্টেছে এখন। সেই পুরনো অতীতে হরদমে কাজ শুরু হয়েছে। আর সবাই ফিরেছেন কাজে তবে এরমধ্যে সাময়িক কাজ করা নিয়ে সন্তুষ্ট ছিলেন দেশের শীর্ষ কমেডিয়ান, কৌতুকভিনেতা, জনপ্রিয় অভিনেতা শাহীনুল ইসলাম শাহীন।
একাধিক ইউটিউব চ্যানেলে ভিত্তিক নাটক এবং নতুন সাতটি স্যাটেলাইট চ্যানেলের নাটক ও টুংগিপাড়ার দু:সাহসী খোকা শিরোনামের একটি সিনেমায় কাজ করছেন। এর আগে দেবাশীষ বিশ্বাস পরিচালিত আরো তিনটে নাটকে কাজ করেছেন। শেষ তিনমাস যাবত কাজের উপরেই ব্যস্ততা ছিল শাহীনের।
একাধিক কাজের প্রসঙ্গে শাহীন ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, আমি অভিনেতা আর আমি কাজকেই ভালোবাসি তবে গানটাও কিন্তু আমার ভালোলাগার শীর্ষ। করোনার কালে কাজ কম ছিল এরপরে লকডাউনের মধ্যেও কাজ থাকলে বিনয়ের সাথেই না করেছি কারণ অনেক গল্পই ভালো লাগেনি এবং বাজেট কম থাকায় ইচ্ছে করেই ছেড়েছি।
তবে, এখন আবার নিয়মিত কাজ করছি।তিন চার মাস ধরে একাধিক শো, নাটক, আর ইউটিউব চ্যানেলে অনেক কাজ করেছি। এখন থেকে আবারও সবকাজেই যুক্ত আমাকে দেখতে পাবে ভিউয়াররা।আসলেই আমি একটু নিজের গুণগাণ কম করি তাই আমি পাবলিসিটি থেকেও দূরে থাকি। মাঝেমধ্যে একটু উঁকি দেই। দোয়া করবেন সবাই আমার জন্য।
শাহীন বিটিভিতে ৯০ দশকে বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে অভিনয় এবং উপস্থাপনা করে লাইমলাইটে চলে আসেন এরপরে বড় পর্দায় ভিড়েন। এরপরে শাহীনকে আর পিছন ফিরতে হয়নি সিনেমা।এছাড়াও শাহীন এর নিজস্ব ব্যান্ড দল ছিল। একক কৌতুক এর সিডি গ্রাম বাংলায় পৌঁছালে তার সুনিপুন অভিনয় নজর কাড়েন দর্শকদের , আকাশচুম্মি উচ্চতায় যাওয়ায় এই অভিনেতার বর্তমানে ‘তোলপাড় ‘ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-2 ‘সহ বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষা গুনছে।