বরিশাল বিভাগ

জমে উঠেছে ইউপি নির্বাচনের প্রচারনা

Share this:


বরিশাল ব্যুরো : দ্বিতীয়ধাপে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনকে সামনে রেখে বরিশালের তিনটি উপজেলার ১২টি ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। প্রার্থীরা প্রতীক নিয়ে ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে ।


পাড়া-মহল্লার গুরুত্বপূর্ণস্থান সহ হাট-বাজার ছেয়ে গেছে নির্বাচনী পোস্টার ও ব্যানারে। ভোটগ্রহণের সময় ঘনিয়ে আসায় নির্বাচনী প্রচার-প্রচারনার পাশাপাশি সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে প্রতিটি ইউনিয়নে এখন উৎসবের আমেজ বিরাজ করছে ।

হাট-বাজার থেকে শুরু করে পাড়া-মহল্লার চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। পোষ্টার, মাইকিং, পথসভা, গণসংযোগ, মিছিল, উঠান বৈঠক ও প্রচার-প্রচারনায় সরগরম হয়ে উঠেছে প্রতিটি ওয়ার্ড। প্রার্থী ও তাদের সমর্থকরা দিনরাত সমানতালে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে গণসংযোগ চালাচ্ছেন ।


অপরদিকে জেলার ১২টি ইউনিয়নের মধ্যে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত পাঁচজন চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বাকী সাত ইউনিয়নে ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন ।


নাম প্রকাশ না করার শর্তে বিনাপ্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া ইউনিয়নগুলোর সাধারণ ও সংরক্ষিত আসনের অধিকাংশ ইউপি সদস্য প্রার্থীরা অভিযোগ করেন, চেয়ারম্যান বিনাপ্রদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় এখন সদস্য পদে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য কৌশলে প্রভাব বিস্তার করছেন। যেকারণে নির্বাচনী মাঠে অনেকটা উত্তাপ ছড়িয়ে পরার পাশাপাশি ক্ষমতাসীন দলের মধ্যে কোন্দল বৃদ্ধি পেয়েছে ।

ভবিষ্যতে (জাতীয় নির্বাচনে) যার চরম প্রভাব পরার আশংকা দেখা দিয়েছে। সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচনকে শতভাগ সুষ্ঠু করার জন্য প্রার্থীরা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ।


সোমবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, বিনাপ্রতিদ্বন্ধিতায় পাঁচজন চেয়ারম্যান নির্বাচিত হওয়া সত্বেও আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও ১৯টিকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ।


স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অতীতের স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের দিন রাজিহার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে একটি বিশেষ মহল সংঘাতের সৃষ্টি করে কেন্দ্র দখলের পর তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট পিটিয়ে নিয়েছে। এবারও ওই মহলটি পূর্বের ধারা অব্যাহত রাখতে নানা অপতৎপরতা শুরু করেছে ।


জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার ছয়টি ইউনিয়ন, বানারীপাড়া উপজেলার একটি এবং আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে সাত ইউনিয়নে ৩৪ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১২টি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের ৪১০ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৩১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *