গৌরনদীতে হেল্থ ক্যাম্পের উদ্বোধন
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচীর আওতায় বরিশালের গৌরনদী উপজেলার ২০২০-২১ অর্থবছরের ভাতাপ্রাপ্ত সুবিধাভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করণের লক্ষে হেল্থ ক্যাম্পের উদ্বোধণ করা হয়েছে ।
রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল । শেষে সুবিধাভোগীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়।