গৌরনদীতে পাল্টাপাল্টি হামলায় আহত পাচঁ
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) ঈদের আনন্দ করতে পিকআপে শিশুদের নিয়ে যাওয়াকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে । আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা ও শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি উপজেলার জংগলপট্টি গ্রামের । আহতরা হলো- জঙ্গলপট্টি গ্রামের আব্দুর রহমান সন্যামতের ছেলে মনির সন্যামত, রাশেদ সন্যামত এবং আব্দুস সালাম সন্যামতের ছেলে পলাশ সন্যামত, হাসান বেপারীর ছেলে কালু বেপারী ও মামুন সন্যামত ।
রাশেদ সন্যামতের লিখিত অভিযোগে জানা গেছে, গত ৪ মে জঙ্গলপট্টি গ্রামের প্রায় ৩০ জন লোক পিকআপযোগে মাওয়া পিকনিকে যায় । পিকনিকে একই গ্রামের মামুন সন্যামতের ভাগিনা মাহিন সন্যামতকে নেয়ার অজুহাতে মনির সন্যামতের বাড়িতে ঢুকে গালিগালাজ করে ।
এ ঘটনার জেরধরে শুক্রবার (৬ মে) দুপুরে জঙ্গলপট্টি ব্রীজের সামনে বসে পলাশ সন্যামতের সাথে হাতাহাতি হয় । পরবর্তীতে পলাশ সন্যামতের পক্ষ নিয়ে মামুন সন্যামত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মনির সন্যামতকে কুপিয়ে জখম করে । এসময় ভাইয়ের উপর হামলা ঠেকাতে গিয়ে রাশেদ সন্যামত গুরুতর আহত হয় ।
পলাশ সন্যামত অভিযোগ করে বলেন, একই বংশের মামুন সন্যামতের ভাগিনা শিশু মাহিন সন্যামতকে পরিবারের অজান্তে পিকনিকে মাওয়া নিয়ে যাওয়ায় মামুন সন্যামতের সাথে মনির ও রাশেদ সন্যামতের কথাকাটাকাটি হয় ।
পরবর্তীতে মনির ও রাশেদের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয় । হামলায় তিনি (পলাশ), ও তার ভাগিনা কালু বেপারী, মামুন সন্যামত গুরুতর আহত হয়েছে ।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর সালাম সন্যামত নামের একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে । বাকী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।