শিক্ষাসারাদেশ

দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষকের গলায় জুতার মালা

Share this:

চট্টগ্রামের আনোয়ারায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রণব কুমার ভট্টাচার্য (৫৫) নামে এক শিক্ষককে মারধর ও জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী।

আজ সোমবার (২০ মে) দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া-রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগীর মা। 

আটক শিক্ষক উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পাঠানীকোটা এলাকার বাসিন্দা। ২০০২ সালে ডুমুরিয়া-রূদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি।

শিক্ষার্থীর স্বজনরা জানান, গত মঙ্গলবার উপজেলার ডুমুরিয়া-রূদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ৮ বছরের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে আটক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোমবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে সহকারী শিক্ষককে মারধর করেন। পরে ওই শিক্ষককে জুতার মালা পরিয়ে পুলিশে তুলে দেয়া হয়।

এদিকে, ঘটনার পরপরই বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য্য। এসময় তিনি বলেন, ঘটনাটি তদন্ত করতে অফিস থেকে আমাদের পাঠানো হয়েছে। আমরা শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের স্টেটমেন্ট নিয়েছি। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষক আটক রয়েছেন। থানায় অভিযোগ হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *