খেলা

দেখিয়ে দিলেন ভিরাট কোহলি

Share this:

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এমন বড় মঞ্চ থেকে ক’জন বিদায় বলতে পারেন? ভিরাট কোহলির সে সুযোগ এসেছিল। লুফেও নিয়েছেন তা। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে তিনি জানালেন, আর খেলবেন না টি-টোয়েন্টি। অর্থাৎ, সংক্ষিপ্ত এই ফরমেটকে বিদায় বললেন তিনি।

শনিবার (২৯ জুন) বারবাডোজের কেনসিংটন ওভালে প্রোটিয়াদের ৭ রানে হারানোর পর ম্যান অব দ্য ম্যাচ হন ভিরাট কোহলি। এদিন ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে ঘোষণা দেন, ছেড়ে দিচ্ছেন টি-টোয়েন্টি। দল হারলেও একই ঘোষণা দিতেন বলেও জানিয়েছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।

ভিরাট বলেন, এটিই আমার শেষ বিশ্বকাপ। ঠিক যেটা অর্জন করতে চেয়েছিলাম, সেটাই করেছি। আমরা ট্রফি উঁচিয়ে ধরতে চেয়েছিলাম। আমরা যদি হেরেও যেতাম, তবুও বলতাম এটাই আমার শেষ ম্যাচ।

পরের প্রজন্মকে জায়গা করে দেয়ার কথা জানিয়ে কোহলি বলেন, এখন নতুনদের দায়িত্ব নিতে হবে। দারুণ কিছু খেলোয়াড় আছে, যারা ভারতীয় দলকে সামনে এগিয়ে নিতে পারবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২৫টি ম্যাচ খেলেছেন ভিরাট। ৪৮.৬৯ গড়ে তিনি করেছেন ৪১৮৮ রান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *