সারাদেশ

সায়েন্স ল্যাবে ছাত্রলীগ–যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে

Share this:

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। আর সরকার সমর্থক লোকজন অবস্থান করছেন ঢাকা কলেজ এলাকায়। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে সায়েন্স ল্যাব ও ঢাকা কলেজ, নিউমার্কেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি চলছে। থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়াও দিচ্ছেন দুই পক্ষের লোকেরা। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন আহত হয়েছেন।

ঢাকা কলেজ ফটক অংশে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হাতে রামদা, রড, লোহার পাইপ, বাঁশ-কাঠের লাঠি নিয়ে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতেও লাঠিসোঁটা দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান করে গতকাল শিক্ষার্থীদের ওপর চালানো হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছিলেন। এমন সময় বেলা দুইটার দিকে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এখনো তাঁদের নেতা–কর্মীরা ঢাকা কলেজ ও জিগাতলা এলাকায় অবস্থান নিচ্ছেন।

শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়, সেখান থেকে এলিফ্যান্ট রোড এলাকা, সিটি কলেজ এলাকায় অবস্থান নিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিউমার্কেট এলাকা থেকে আহত হয়ে বেলা তিনটার পর থেকে পথচারী, শিক্ষার্থী, ছাত্রলীগ, কোটা আন্দোলনকারীসহ ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত ব্যক্তিরা ইটপাটকেল ও লাঠির আঘাত পেয়েছেন।

আহত ব্যক্তিরা হচ্ছেন সাব্বির (২৪), হাবিব (২৪), জাহিদ (২৫), ইয়াছমিন (৩২), হাসান (২৭), মিরাজ (২৮), আরিফ (২১), লাভলু (৪৫), উসমান (৩২), হৃদয় (২১), মৃদুল (২৩), মো. নাহিদ (১৮) ও সজীব (২৩)।

ঢাকা কলেজের আহত শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মৃদুলের চাচাতো ভাই সিহাব বলেন, ‘সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের বাধা দেওয়ার সময় তাঁরা মৃদুলকে আক্রমণ করেন। আহত অবস্থায় মৃদুলকে বিকেলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *