আমি আপনাদের সাথে আছি,কেউ অত্যাচার করলে তাকে বেঁধে পুলিশে দিন-ইঞ্জিনিয়ার সোবাহান
প্রতিনিধি (গৌরনদী) বরিশাল ॥
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। বরিশালের গৌরনদীর প্রবেশদ্বার ভূরঘাটায় এই কারাবরেণ্য কেন্দ্রীয় নেতাকে ফুল দিয়ে বরণ করেন শত শত নেতাকর্মীরা।
রবিবার দুপুরে গৌরনদী বাসষ্ট্যান্ডে পথসভায় এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, কেউ অত্যাচার নির্যাতন করতে চাইলে তাদেরকে বেঁধে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন আমি আপনাদের সাথে আছি। আমি আপনাদের সেবা করতে এসেছি। আপনাদের পাশে থাকতে চাই।
পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী গৌরনদী কলেজের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন, মাহিলাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ মাসুদ, উপজেলা যুবদলের আহবায়ক মনির হাওলাদার, পৌর যুবদলের সাবেক সভাপতি জামাল হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।