রংপুর বিভাগরাজশাহী বিভাগ

আংশিক উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

Share this:

কয়েকদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে আংশিক উৎপাদন শুরু হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে ১২৫ মেগাওয়াট ক্ষমতার এ কেন্দ্রটি চালু করার পর ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে জানিয়েছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর ছিদ্দিক। 

সাতদিন আগে মেরামতের জন্য এই ইউনিটটি বন্ধ করা হয়। তবে বড়পুকুরিয়ায় ৫২৫ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রের মধ্যে সবচেয়ে বড় ইউনিটটি (২৭৫ মেগাওয়াট) এখনও চালু করা সম্ভব হয়নি

কর্তৃপক্ষ বলছে, যান্ত্রিক ত্রুটির কারণেই তাপবিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনব্যবস্থা সচল করা যাচ্ছে না। তিনটি ইউনিট একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েকদিন উত্তরাঞ্চলের আট জেলায় ব্যাপক লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। 

তবে বড় ইউনিট চালু না হওয়ায় লোডশেডিং পরিস্থিতির এখনই উন্নতি হবে  না বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

মেরামত করে চালু হওয়ার মাত্র চারদিন পর গত ছয় সেপ্টেম্বর পুনরায় উৎপাদন বন্ধ হয়ে যায় ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট।   

আর কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের দুই নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কার কাজ চলায় প্রায় চার বছর ধরে বন্ধ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *