ফারুকীকে দ্রুত অপসারণ করতে হবে -ঢাবি শিক্ষার্থীরা
সিনিয়র রিপোর্টার:সোয়েব সিকদার -অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগ কোন ক্যাটাগরিতে হয় জানতে চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে এক প্রতিবাদ সমাবেশে এই প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, যাদের জুলাই-আগস্ট আন্দোলনের প্রতি সমর্থন ছিল না, তারা কিভাবে অন্তর্বর্তী সরকারে জায়গা পেয়েছে। এই লোকগুলো জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থন দিতে গণভবনে ছিলো।
শিক্ষার্থীদের দাবি, ২৪ এর আন্দোলনের সঙ্গে ছিল না তারা সরকারে থাকতে পারবে না। এই সরকারে আওয়ামী লীগের কোন দোসর থাকতে পারবে না।
শিক্ষার্থীদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শপথ নেওয়া ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরয়ার ফারুকীকে দ্রুত অপসারণ করতে হবে।