বরিশাল বিভাগ

টরকী বন্দরের মসজিদ মার্কেটের নতুন সড়ক উদ্বোধন

Share this:

জ্যেষ্ঠ প্রতিবেদক- সোয়েব সিকদার (অরণ্য)- বরিশাল জেলার, গৌরনদী উপজেলার বিখ্যাত ব্যবসায়ী নগরী খ্যাত টরকী বন্দর। ১৭৭ বছরের পুরাতন এই শহর আজ পরিনত হয়েছে ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র। বন্দরের মধ্যে বেশকিছু মার্কেট রয়েছে তবে তার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে মসজিদ মার্কেট। এটি টরকী বন্দর আদর্শ জামে মসজিদের এর তত্বাবধানে পরিচালিত হয়।

সম্প্রতি এই মার্কেটের মধ্যের রাস্তার এক নতুন ছোঁয়া আবিষ্কার করেছেন ২ নং বার্থী ইউনিয়ন এর সফল সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিঞা।জানা যায় মার্কেটের কয়েকজন প্রতিষ্ঠাতার মধ্যে রয়েছেন হাজী আবদুর সালাম শরীফ। তারই স্বরণে এই চত্বরের নাম রাখা।

আজ সন্ধ্যার পরে দোয়া ও ভিত্তিপ্রস্তর স্থাপন এর মাধ্যমে এই শুভ সূচনা ঘটান টরকী বন্দর আদর্শ জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিঞা।

এই বিষয়ে জানতে গেলে ডেইলি বাংলাদেশ টাইম কে তিনি বলেন, আসলে এই চত্বরের নাম করন করা হয়েছে মূলত হাজী আবদুর সালাম শরীফকে স্বরন স্বরূপ রুপে তাকে সবার মনে করার জন্য। বিষয়টি আমি অনেকদিন ধরেই ভেবে আসছি, আজ সবার সম্মতিসূচক ধারায় এটি বাস্তবায়নের অংশ করলাম। আমি এই মার্কেটের জন্মলগ্ন থেকেই জড়িত ছিলাম। রাস্তা থেকে শুরু করে অবকাঠামোর উন্নয়নের জন্য যা যা করার দরকার তাই করেছি। সবাই দোয়া করবেন যেন সবসময় পাশেই থাকতে পারি।

সেখানে উপস্থিত ছিলেন, শাহজাহান শরীফ, অলীউল ইসলাম, হাবুল গাজী, নুরুজ্জামান বেপারী, আনোয়ার সরদার, কালাম সিকদার, অয়ন শরীফ, জাহাঙ্গীর হোসেন, চুন্নু সিকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *