টালিউডসিনেমা

নুসরাত-শ্রাবন্তীদের সঙ্গে জুটি হয়ে আসছেন স্বস্তিকা

Share this:

জ্যেষ্ঠ প্রতিনিধি ,সোয়েব সিকদার (অরণ্য )-টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরাত জাহান, জুন মালিয়াদের সঙ্গে জুটি বাঁধছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এমন খবর ছড়িয়ে পড়তেই টালিজগতে হইচই। অনেকেই মুখ চাওয়াচাওয়ি করে ভাবছেন ব্যাপারটা কী— শ্রাবন্তী-নুসরাত-জুনদের সঙ্গে স্বস্তিকা। এ যেন তারকাদের মেলা। নতুন এ ছবিতে আরও  দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিকের মতো তারকা ব্যক্তিত্ব ছাড়াও কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ও।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, এবার টালিউডে মেয়েবেলা উদযাপনের ছবিই বানাচ্ছেন পরিচালক রাজর্ষি দে। ছবির নাম ‘ও মন ভ্রমণ’। ‘দিল চাহতা হ্যায়’, ‘জিন্দেগী না মিলেগি দোবার’-র মতো ছবিগুলো আপনারা হয়তো অনেকেই দেখেছেন, এটিও খানিকটা সেই ধারারই একটা ছবি বললে হয়তোবা ভুল হবে না। আর সেই ‘ও মন ভ্রমণ’ ছবিতেই দেখা যাবে শ্রাবন্তী-নুসরাত-স্বস্তিকাদের।

ছবির গল্পে দেখা যাবে— মেয়েবেলার চার বন্ধুর স্কুল শেষের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সময়ের চক্রে তারা আবার মুখোমুখি হন। জীবনের নানান ওঠাপড়া নিয়েই এই গল্পের বুনন। তবে ছবিতে দারুণ একটা চমক রয়েছে। আসলে গল্পটা কিন্তু তিন নয়, চার নারীকে নিয়ে। আর এই চতুর্থজনের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তথা কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। 

এই বন্ধুদের স্কুল শেষের পর আর কখনো দেখা হয়নি। জীবনের নানান জটিলতায় তাদের পথ ভিন্ন ভিন্ন পথে মোড় নিয়েছে। যোগাযোগও বন্ধ হয়ে গেছে। তবে এই চার বন্ধু কেউ চাকরিরত, কেউ ব্যবসা করেন, আবার কেউ অন্যকিছু। তবে তাদের সবারই একটা বিষয়ে মিল রয়েছে, সেটি হলো একাকীত্ব। এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে হঠাৎই তাদের চারজনের ফের দেখা হয়ে যায়। জমে থাকা জটিলতা কাটিয়ে নতুন করে পথচলা শুরু করেন তারা। বন্ধুত্বই মুছে দেয় তাদের একাকীত্ব।

‘ও মন ভ্রমণ’ ছবিতে বিজনেস টাইকুন মনীশ সিংয়ের স্ত্রী শ্রুতির ভূমিকায় দেখা যাবে নুসরাতকে। আবার তাদের কোম্পানিতেই চাকরি করেন ‘নন্দিনী’ স্বস্তিকা। ছবিতে রুলিং পার্টির এমএলএ অদ্রিজার চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। আর অনন্যা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক হয়ে ধরা দেবেন। এই চারজন ছাড়াও এ ছবিতে তারকার মেলা। দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, জুন মালিয়ার মতো তারকা ব্যক্তিত্বকে। 

এদিকে টালিউডের এই ছবির সঙ্গে বলিউডের যোগও রয়েছে। শোনা যাচ্ছে, নুসরাত জাহানের বিপরীতে দেখা যাবে সাহিল ফুলকে। হিন্দি টেলিভিশন দুনিয়ার অতি পরিচিত মুখ সাহিল। এই প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *