‘ফারামগেট’ নিয়ে ভালো সাড়া পাচ্ছি :রাশিদুল কবির রিমন
(অরণ্য সোয়েব) -শহরের ব্যস্ততম এলাকা ফার্মগেট কে কেন্দ্র করে, গত ১৫ নভেম্বর Bongo -তে প্রকাশিত হলো রাশিদুল কবির রিমনের নাটক “ফারামগেট”। রোমান্টিক থ্রিলার ঘরানার এই নাটকটির গল্পে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল এবং সামিরা খান মাহি। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন- আফরিন আকন, এমআই জুয়েল, নজরুল ইসলাম ও নরেশ ভূইয়া সহ আরো অনেকে।
এই গল্পের প্রধান চরিত্র শরিফ, তার এক কাজ বেশিদিন করতে ভালো লাগেনা। কিন্তু সে সব সময় চায় নিজেকে অনেক বড় এক স্থানে নিয়ে যাবে। এমনকি সে ফারামগেটের রাজকুমার হতে চায়। এদিকে লায়লা শরিফকে অনেক ভালোবাসে কিন্তু শরিফের মনে লায়লা কোনো ভাবেই জায়গা করে নিতে পারছে না। তাই শরিফের রাজকুমার হওয়া এবং লায়লার সাথে শরিফের সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা জানতে হলে “ফারামগেট” নাটকটি পুরো দেখতে হবে বলে জানান নির্মাতা।
এদিকে মাহি বলেন, “প্রতিটি নাটকেরই নতুন গল্প থাকে। তবে সব গল্প একেবারে আলাদা না হলেও ‘ফারামগেট’-এর গল্প ভিন্ন ধাঁচের। এমন ধরনের গল্পে আগে কাজ করিনি, তাই এটি আমার জন্য বিশেষ। ভিন্ন ধাঁচের গল্প দর্শকের কাছে ভালোভাবে পৌঁছায় এবং গ্রহণযোগ্যতা বাড়ায়। আশা করছি, নাটকটি দেখলে সবার ভালো লাগবে।
নির্মাতা জানান, এই নাটকটি Bongo তে গত ১৫ নভেম্বর প্রকাশ পেয়েছে। এখন পর্যন্ত দর্শকদের বেশ ভালো সাড়া পাওয়া গেছে।