ইত্যাদিতে আর দেখা যাবেনা নানি’কে!
বাংলাদেশ টেলিভিশন বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। বহু বছর ধরে প্রচারিত অনুষ্ঠানটি দেশের মানুষকে বিনোদিত করে আসছে হানিফ সংকেত এর উপস্থাপনায় অনুষ্ঠানটি। বিভিন্ন নাটিকার মধ্যে সমাজের নানান অসংগতি ও অবস্থার বিষয় তুলে ধরেছেন আবার বিনোদন এর জন্য ছিল নাচ গান অভিনয় আর কত কি। এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল নানা-নাতি। নানা মানে অমল বোস মারা যাবার পর সেখানে যায়গা করে নেন নানি শবনম পারভীন।
দীর্ঘ ১৬ বছর ধরে তিনি নানির ভূমিকায় অভিনয় করে আসছেন।
তবে সম্প্রতি দেখা গেলো নানি সেখানে উপস্থিত নেই। ইত্যাদির কাশেম টিভির উপস্থাপক শুভাশিষ ভৌমিককে দেখা গিয়েছে নাতি লিপুর সাথে।
হটাৎ করেই নানির অনুপস্থিতি দর্শকদের মনে নানান প্রশ্ন টানছে। দীর্ঘদিন নানি থাকলেও আজকের অনুষ্ঠানে তিনি নেই কেন? তারই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কথা হয় নানির সাথে। অভিনেত্রী শবনম পারভীন ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, দীর্ঘ একটা সময় ধরে আমি ইত্যাদিতে নানির ভূমিকায় অভিনয় করে আসছি। দেশের মানুষ দর্শক কি পরিমাণে ভালোবাসেন আমাকে সেটি আমি অনুভব করি সবসময়। সিনেমা নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি ইত্যাদির কারণেও আমাকে অনেকেই চেনেন ভালোবাসেন, এটাই ভালো লাগা। তবে নিয়মিত ইত্যাদি করব কিনা সেটা সঠিকভাবে বলতে পারছিনা। জীবনের দীর্ঘ একটা সময় পাড় করেছি! আর কত? এবার একটু আলাদা কিছুতে থাকি। হয়তো ভিন্ন কিছুতে আমাকে দর্শকরা পর্দায় দেখবেন।
শবনম পারভীন মঞ্চে অভিনয়ের মাধ্যমে ১৯৮২ সালে অভিনয় পেশা শুরু করেন।পরে তিনি টেলিভিশন এবং রেডিও নাটকে কাজ করেন। পারভীন ১৯৮২ সালে প্রচারিত একটি টিভি মিউজিক ‘দুটি গান-এর একটি সুরে’ অভিনয় করেন। যার প্রযোজক ছিলেন আলাউদ্দিন আহমেদ। ১৯৮৫ সালে কেএম আইয়ুব পরিচালিত আগুণ পনি চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।