জাতীয়

দেশে করোনা সংক্রমণ ১ লাখ ছাড়াল : মৃত্যু ১৩৪৩

Share this:

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণ এক লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮০৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪৩ জনের, মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২২৯ জন। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইল বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৫৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫০৩টি। তিনি জানান, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ জন পুরুষ, ৭ জন মহিলা। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন। তিনি নিজের করোনায় আক্রান্ত হওয়া, হাসপাতালে চিকিৎসা গ্রহণ এবং পরবর্তিতে সুস্থ হয়ে কাজে যোগদান করার কথাও জানান। এছাড়া, খুলনায় রোগীর আত্মীয়-স্বজনদের হামলায় ডা. রাকিব খান নামে এক চিকিৎসকরে মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং মৃত্যুর ঘটনায় নিন্দা জানান।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস বিশ্বের ২১৫টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সাড়ে ৮৪ লাখ মানুষ। মৃত্যু সাড়ে ৪ লাখ ছাড়িয়ে গেছে। তবে বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪৪ লাখ মানুষ। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *