বিজ্ঞাপনে সাঞ্জু জন
চেহারা ও ভাবমাপ এবং গেটআপ অনেকটাই টি -টাউনের রণভীর সিং এর মত। আবার অন্যদিক দিয়ে বডিফিটনেস লক্ষ করলে জন আব্রাম আর নাচেন ঠিক শহিদ কাপুরের মত।পুরো কপিক্যাট হলেও তিনি ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাঞ্জু জন।
সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম,ওয়েব সিরিজ,এমনকি বিগ বাজেটের মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে।সবশেষ সাঞ্জু জন সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘সুলতানপুর’- এ সুলতান হায়দার খিলজি চরিত্রে অভিনয় করে আলোচিত হয়।
নতুন খবর হচ্ছে, সম্প্রতি মুক্তি পেলো তার একটি ওভিসি। রমজান মাসকে কেন্দ্র করে কফিবাজ এই ইমোশনাল ওভিসিটি ইতিমধ্যে সুনাম কুড়াচ্ছেন। ওভিসিটা নির্মাণ করেছেন এসএম ফাহিম। এতে সাঞ্জুজন এর বিপরীতে ছিলেন সামিরা খান মাহি, অ্যামেলিয়াসহ অনেকেই।

ওভিসি এর প্রসঙ্গে সাঞ্জু জন ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, দারুণ একটা কাজ করলাম। রমজান উপলক্ষে কাজটি সবাই উপভোগ করবেন বেশ। আমার তো গল্প শুনেই ভালো লেগেছে, আসলে একটু ইউনিক কাজ সবসময়ই ভালো লাগে।
মুক্তির অপেক্ষায় আছে তার অনেকগুলো সিনেমা।তার মধ্যে সেন্সর পেয়েছেও বেশ কয়েকটি। সিনেমাগুলো হচ্ছে – কুস্তিগির, চব্বিশ তিন এর রাত, হৃদ মাঝারে তুমি, যার নয়নে যারে লাগে ভালো, বন্ধন।ওয়েব সিরিজের মধ্যে আছে নেটওয়ার্ক।