গৌরনদীতে সংঘবদ্ধ মলম পার্টি চক্রের ১ সদস্য আটক
(সিনিয়র রিপোর্টার -সোয়েব সিকদার, অরণ্য)- বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর থেকে আজ সন্ধ্যায় সংঘবদ্ধ মলম পার্টি চক্রের ১ সদস্যকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় জনগণ। সামনে ঈদ আর ঈদকে কেন্দ্র করেই বেপরোয়া হয়ে উঠেছে চক্রগুলো।
স্থানীয় সূত্রে জানা যায় টরকী বন্দর পুরনো ক্যাম্পের সামনে হটাৎ করেই জনসমাগম এবং আতংকিত অবস্থায় চিল্লাপাল্লা শুরু হয়। পরবর্তী দেখা যায় এক যুবকের হাতে সিরিঞ্জ এবং অবৈধ চেতনানাশক ওষুধ। ঐই সংঘবদ্ধ মলমপার্টি চক্রের সদস্যর নাম সাইদুল ইসলাম (২৫), বাবার নাম জলিল হাওলাদার। বাড়ি বরিশালের সাগদরদী এলাকায়।

স্থানীয় এক অটো ড্রাইভার বজলু মোল্লা জানান, আমাদের এক ড্রাইভার ভাই আছেন তিনি বার্থী নামক স্থান থেকে তিনজন যাত্রী তুলেন। আসলে তারা ছিলেন যাত্রীর ছদ্মবেশ নিয়ে মলমপার্টি। একটু সামনে যাওয়ার পরে আমাদের সেই ড্রাইভার সিগারেট নেবার জন্য অটো থেকে বের হতে চাইলে বাধ সাধেন ছদ্মবেশে থাকা সেই মলমপার্টির সদস্য এর একজন, তিনি বলেন তার কাছে সিগারেট আছে এবং সেই সিগারেট দেন অটো ড্রাইভারকে, আর সেই সিগারেটে টান দিতে দিতেই সে রাস্তার লেন ছেড়ে বাহিরে যেতে থাকেন, হুশে থেকেই নিরাপদ স্থানে আসলে এবং তার চেচামেচির কারণে সেখানে জড় হন সবাই। এরপরে স্থানীয় জনগণেরা বণিক সমিতির কার্যলয়ে নিয়ে যান, সেখানে উপস্থিত ছিলেন টরকী বন্দর বণিক সমিতি সভাপতি শাহবুব শরীফ। তিনি দায়িত্ব নিয়ে স্থানীয় পুলিশ ফাড়ির ইনচার্জ প্রসেনজিৎ কে জানান অত:পর পুলিশ ফাড়ির ইনচার্জ গৌরনদী থানায় খবর দিলে চলে আসেন এস.এই সাইফুল। পরবর্তীতে মলমপার্টির সেই সক্রিয় সদস্যকে থানায় নিয়ে যায়।
এই বিষয় টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শাহবুব শরীফ ডেইলি বাংলাদেশ টাইম কে জানান, বিগত দিনগুলোতে টরকী বন্দরে এত আরামে কেউ ব্যবসা করতে পারেনি। আমরা এসেই প্রথমেই চাঁদবাজদের হটিয়েছি, সংস্কার করেছি এই দিকটা। এরপরে ব্যবসায়ীদের নিরাপদ ও সুরক্ষা ব্যবস্থা জোড়দার করেছি। অবৈধ ফুটপাত দখলমুক্ত করে জনগণের চলাচলের রাস্তা প্রশস্ত করেছি। কিন্তু দিনশেষে ক্রেডিট নস্ট হয়ে যায় এই খারাপ বিষয়গুলো সামনে আসলে। আমরা যথেষ্ট চেস্টা নয় সর্বোচ্চ নিরাপদ ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে চাই। আজকের এই মলম পার্টির চক্র খুব খারাপ কিছু করার আগেই আটক করতে পেরেছে সবাই এটা অনেক কিছু। আসলে সামনে ঈদ তাই এই চক্রগুলো বেপরোয়া হয়ে উঠেছে। আমরা এই বিষয়টি ব্যবসায়ীসহ স্থানীয় সবাইকে সতর্ক করব। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলব। আজকের বিষয়টি একটি শিক্ষা হয়ে রইল।
এই বিষয় গৌরনদী থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি ইউনুস মিয়া জানান, খবর পেয়েছি একজন মলম পার্টির সদস্য সে।আমরা একটি টিম সেখানে পাঠিয়েছি। তারা রাস্তায় আছে, চলে আসতেছে।তদন্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।