তিন প্লাটফর্মের ট্রেন্ডিং এর প্রথম স্থান দখল করে নিয়েছেন সজলের কন্যা
দেশের জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। সম্প্রতি মুক্তি পায় তার অভিনীত জ্বীন সিনেমার সিকুয়েল তৃতীয় কিস্তি জ্বীন-৩ সিনেমার গান। সেই গানের শিরোনামে ছিলো কন্যা, লাইনটা এভাবে অনেকটা পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল/উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনাল’—এমন কথার গানের দৃশ্যায়নে উৎসবের ছাপ এঁকে জাঁকজমক করে তুলেছেন সবাইকে।গানটি মুক্তির সাথে সাথে নেটদুনিয়া ভাইরাল হয়ে যায়। টিকটক, ইনস্টাগ্রাম, বিভিন্ন ফেসবুক পেজে শব্দের ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখা যায়। পাশাপাশি দেশের তারকাদের গানটি ভালো লাগে এবং যোগাযোগ মাধ্যমে সেটা জানান দেন।
তবে নতুন খবর হচ্ছে, কন্যা গানটি এখন ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকের ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ান হিসেবে দখল করে নিয়েছে। ঘটনাগুলো গতকাল ও আজ থেকে লক্ষ করা যাচ্ছে। দীর্ঘদিন পরে কোনো বাংলা সিনেমার গান এমন সাড়া ফেলেছে, যেটি দেখে অবাক সিনেপ্রেমীরা।
তিন প্লাটফর্মের ট্রেন্ডিংয়ে প্রথম স্থান দখল করে নিয়েছেন সজলের কন্যা গানের বিষয়ে কথা হয় অভিনেতা আবদুন নূর সজল এর সাথে তিনি ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগল। আসলে ব্যস্ততার কারণে বিষয়টি মনযোগ দিতে পারেনি। কন্যা গানটি এত ভালো লাগবে সবার সত্যিই অসাধারণ লাগছে যখন শুনি সবার কাছে। আসলে কি আমরা খুব পরিশ্রম করেছি গানের সাথে। আমি সারাদিন রোজা রেখে ও ১০২/৩ জ্বর অবস্থা নিয়ে শুটিং শেষ করি। টীমের শক্ত অবস্থান এবং আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। সবাই দোয়ায় রাখবেন।

কন্যা’ গানে সজলের এমন মনোমুগ্ধকর পারফরম দেখে দর্শকরা আনন্দিত। নতুন সজলকে পেয়ে সজল ভক্তদের ঈদ উৎসব আগেই ঘটে গেলো। এখন অধির আগ্রহে আছেন সিনেমা মুক্তিতে।
জ্বীন-৩ গান দর্শকদের ভালো লাগার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার পাশাপাশি ভালো লেগেছে দেশের অধিকাংশ তারকা শিল্পীদের। সজলের পারফর্ম দেখে অভিভূত হয়েছিলেন রুনা লায়লার মতন তারকারা, গান নিজের ফেসবুকে শেয়ার করে জানিয়েছেন শুভেচ্ছাও। ঢাকাই সিনেমার ইতিহাসে এবারই প্রথম কোনো সিনেমার গান হলো জ্বীন-৩ এর ‘কন্যা’ যেটি দর্শকদের পাশাপাশি তারকারা তুমুল বেগে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দেশে আরো বড় তারকাও আছেন তাদের সিনেমার গান মুক্তি পেলেও এতটা প্রশংসা তারকাদের কাছ থেকে আগে দেখা যায়নি।
রুনা লায়লার পাশাপাশি সজলকে তার পারফর্ম নিয়ে প্রশংসা করেছেন রুমানা, শ্রাবন্তী, মাহিয়া মাহি, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, বিদ্যা সিনহা মীম, বুবলী, পূজা চেরী, জায়েদ খান, বাঁধন সরকার পূজা, আসিয়া ইসলাম দোলা, দৃষ্টি তালুকদার, আঁখি আলমগীর, তরিক মৃধা, সুরকার নাভেদ পারভেজ, শেখ সাদী, ইভান সাইর, ইমরান খন্দকার, চয়নিকা চৌধুরী, শ্রাবণ্য তৌহিদা, আতিয়া আনিশা, ইমতু রাতিশ, স্বরলিপি, আহমেদ রিজভী, সাংবাদিকসহ অনেকেই।
বুবলী সজল ও ফারিয়েকে নিয়ে লেখেন, তোমাকে সুন্দর লাগছে, গানটাও সুন্দর। তোমাদের দেখে গানটা ভালো লেগেছে অনেকদিন পর এমন ভালো গান দেখলাম। ভালোবাসা। টীমের জন্য ভালোবাসা।
পূজা চেরী সবাইকে শুভেচ্ছা জানিয়ে গান শেয়ার করে লেখেন, কি ভালো লাগে , অল দ্য ভেরী বেস্ট আপু, ভাইয়া।
বিদ্যা সিনহা মীম বলেন, তুমি বেস্ট।
মাহি নিজের ফেসবুকে গানটি শেয়ার করে নুসরাত ফারিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন। লিখেছেন, ‘আল্লাহ লাল শাড়িতে তোকে কত্ত সুন্দর লাগছে দোস্ত!’
বড়পর্দায় সজলের ফেরায় সন্তুষ্ট মেহজাবীন। তার কথায়, ‘অসাধারণ গান! সজল নূর ভাইয়াকে বড় পর্দায় ফিরে আসতে দেখে ভালো লাগল!’
তানজিন তিশা দর্শকদের সবাইকে ‘কন্যা’ গানটি দেখার পাশাপাশি সবাইকে শেয়ার করার অনুরোধও জানান।
অন্তর্জালে আসার পর গান ভিডিও দেখে মুগ্ধ তারকারা ও শ্রোতাদর্শকরা।এক কথায় কন্যারে দিয়ে দর্শকদের মন কেড়েছেন সজল। গানটি মুক্তির পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়েছে সবখানে। কেউ কেউ বলছে, মন ছুঁয়েছেন সজল-ফারিয়া। আবার কেউ বলছেন, গানটি শোনার পর থেকে উৎসব উৎসব অনুভব হচ্ছে। ঈদের সেরা গান হচ্ছে এটি।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রবিউল ইসলাম জীবন, সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। দিলশাদ নাহার কনার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন ইমরানও।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত হরর ঘরানার ‘জ্বীন ৩’ নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।
এক সিনেভক্ত বাংলা চলচ্চিত্র গ্রুপে পোস্টে জানান, জ্বীন-৩ মুভিটা নিয়ে সবচেয়ে কম আশাবাদী ছিলাম। ভেবেছিলাম ঈদের সবচেয়ে দুর্বল ছবি হবে এটা। কিন্তু জাজ মাল্টিমিডিয়া আমার ধারণাকে ভুল প্রমাণিত করলো এই গানটি দিয়ে। বহুদিন পর পরিপূর্ণ একটি বাঙলার মাটি ঘেঁষা একটি গান দেখলাম ও শুনলাম। বাংলার সংস্কৃতিকে উপজীব্য করে ফুল, পাখি, প্রকৃতিকে গানের লাইনে অলংকৃত করেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। নুসরাত ফারিয়া ও সজল অভিনীত এই গানটির নাম “কন্যা”! ইমরান মাহমুদুল এর সুরে কনা ও ইমরানের গলায় শুনতে ভীষণ শ্রুতিমধুর লেগেছে। তাছাড়া নুসরাত ফারিয়ার অনবদ্য নাচ তো ছিলোই।
অসংখ্য ভায়োলেন্স ও থ্রিলারের মাঝখানে এরকম একটি সহজসরল ও হৃদয়ের কাছাকাছি কথার হৃদয় ছোঁয়া গান সত্যিই স্বস্তিদায়ক।
জাজ মাল্টিমিডিয়ার কমেন্টস বক্সে কলকাতার অশোকনগর থেকে প্রদীপ রায় লেখেন, সজল স্যারের রোমান্টিক অভিনয় আর গান আমার ভালো লাগে। জাজের সিনেমার গানের জন্য আমরা অপেক্ষা করি, সিনেমা এখানে তাদের মুক্তি পায়না, যা দেখি শুধু ইউটিউবে।
নুসরাত ফারিয়ার এই ভক্ত কমেন্টস করেন, ঈদের সেরা গান কন্যা।