কর্পোরেট খবর

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন- ২০২৫

Share this:

(জ্যেষ্ঠ প্রতিবেদক, সোয়েব সিকদার )-তরুণ উদ্যোক্তাদের নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসতে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন। ২১ ও ২২ আগস্ট রাজধানী কুয়ালালামপুরের ডব্লিউ ফ্যাক্টরি ইভেন্ট স্পেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্মেলনের প্রধান আয়োজক জেসিআই পেতালিং জায়া এবং সহ-আয়োজক হিসেবে রয়েছে ইয়ুথ হাব ফাউন্ডেশন। এবারের সম্মেলনে মূল প্রতিপাদ্য ‘ বৈশ্বিক টেকসই ভবিষ্যতের জন্য তরুণদের ক্ষমতায়ন’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজকরা উদ্যোক্তা উন্নয়ন, জলবায়ু নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিশ্বের নানা প্রান্ত থেকে আগত তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ এই সামিটে অংশগ্রহণ করবেন এবং একটি টেকসই ও সহযোগিতামূলক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সম্মেলন উপলক্ষে ৩ জুলাই ২০২৫ তারিখে কুয়ালালামপুরের ডব্লিউ ফ্যাক্টরি ইভেন্ট স্পেস-এ এক সংবাদ সম্মেলন ও অংশীদারদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ হাব ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী তারেক ও কোষাধ্যক্ষ সুমাইয়া জাফরিন চৌধুরী, প্রধান স্পন্সর- মানি এক্স এর ডেপুটি সিইও ও এক্সিকিউটিভ ডিরেক্টর মি. চু জুন কিয়ং, প্রতিষ্ঠাতা ও সিও মি. জোয়েল টান ওয়ে ইয়ং অফিশিয়াল টিকিটিং পার্টনার- টিকিট টু ইউ : ইভেন্ট ডিরেক্টর মি. হেনরি চিয়া স্পনসর- ইউনাইটেড ওভারসিস ব্যাংক (UOB) মালয়েশিয়া : স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার, বিজনেস ব্যাংকিং মিস গেইল ট্যাং ওয়েন ইয়িং কর্পোরেট ভিজিট ও মিডিয়া পার্টনার সিনচিউ মিডিয়া ডেইলি।

অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহীদের নিবন্ধনের লিংক https://tinyurl.com/IES2025

আয়োজকদের পক্ষ থেকে তরুণ উদ্যোক্তা, ব্যবসায়িক, সামাজিক উদ্ভাবক ও আগ্রহী অংশীদারদের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *