পর্দা উঠল ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
(জ্যেষ্ঠ প্রতিবেদক ,সোয়েব সিকদার)-সিনেমাপ্রেমীদের জন্য আনন্দের খবর—শুরু হলো ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত থেকে শুরু হওয়া এ আসরের উদ্বোধনী আয়োজনে হাজির থাকছেন হলিউডের শীর্ষ তারকারা।
আয়োজকদের পাঠানো তথ্য অনুযায়ী, অতিথি তালিকায় রয়েছেন রাজীবের পাশাপাশি অ্যাঞ্জেলিনা জোলি, ড্যানিয়েল ক্রেগ, কিয়ানু রিভস, স্কারলেট জোহানসন, রায়ান রেনল্ডস, নাটালি পোর্টম্যান, এমিলি ব্লান্ট, ডোয়াইন জনসন, জুড ল, কলিন ফ্যারেল, ম্যাথু ম্যাকোনাহে, সিডনি সুইনি, পল মেসকাল, এল ফ্যানিং, মিয়া গথ, জোডি ফস্টার, ইদ্রিস এলবা, ডাস্টিন হফম্যান, র্যালফ ফাইনস, রিজ আহমেদসহ আরও অনেকে।
১৯৭৬ সালে যাত্রা শুরু করা টিআইএফএফ পাঁচ দশকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসবে পরিণত হয়েছে। এবারের সুবর্ণজয়ন্তী আসর চলবে টানা ১১ দিন, শেষ হবে আগামী ১৪ সেপ্টেম্বর।
সুবর্ণজয়ন্তীতে থাকছে ২০০-এর বেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ডজনখানেক স্বল্পদৈর্ঘ্য ও ১০টি টেলিভিশন সিরিজ। দর্শকদের আকর্ষণের তালিকায় রয়েছে গিয়ের্মো দেল তোরোর ফ্রাঙ্কেনস্টাইন, ক্লোয়ি ঝাওয়ের হ্যামনেট, কানাডিয়ান পরিচালক ম্যাট জনসনের টাইম-ট্রাভেল থ্রিলার নির্ভানা দ্য ব্যান্ড দ্য শো: দ্য মুভি।এছাড়া প্রদর্শিত হবে স্টিভেন সোডারবার্গের দ্য ক্রিস্টোফার্স, আলেহান্দ্রো আমেনাবারের দ্য ক্যাপ্টিভ, দক্ষিণ কোরিয়ার বিয়ুন সুং হিয়ুনের গুড নিউজ, নিয়াঃ ডা কস্টার হেডা, রিয়ান জনসনের নাইভস আউট সিরিজের তৃতীয় কিস্তি, জেমস ভ্যান্ডারবিল্টের নুরেমবার্গ এবং ফিলিস্তিনি তরুণী আনমারি ইয়াসিরের প্যালেস্টাইন ৩৬।
উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে প্রয়াত কানাডিয়ান কমেডিয়ান জন ক্যান্ডিকে নিয়ে প্রামাণ্যচিত্র জন ক্যান্ডি: আই লাইক মি, প্রযোজনায় রায়ান রেনল্ডস। আর জমকালো সমাপনীতে দেখানো হবে অ্যান এমোঁ পরিচালিত পিক এভরিথিং।
উৎসবের মূল প্রদর্শনী হবে টিআইএফএফ লাইটবক্স ও ফেস্টিভ্যাল টাওয়ারে। পাশাপাশি রয় থমসন হল, প্রিন্সেস অব ওয়েলস থিয়েটারের ভিসা স্ক্রিনিং রুম, সিনেপ্লেক্সের স্কশিয়াব্যাংক থিয়েটার, গ্লেন গুল্ড স্টুডিও এবং রয়্যাল আলেকজান্দ্রা থিয়েটারেও থাকছে আয়োজন। সবকটি ভেন্যুই টরন্টোর কেন্দ্রস্থলে।
২০১৫ সালে চালু হওয়া প্রতিযোগিতামূলক বিভাগ ‘প্ল্যাটফর্ম’-এ এবারের নির্বাচিত ছবিগুলো থেকে একজন নির্মাতা পাবেন ২০ হাজার কানাডিয়ান ডলার (প্রায় ১৮ লাখ টাকা)। বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন আমেরিকান অভিনেত্রী ম্যারিয়ান জিন-ব্যাপ্টিস্ট, স্প্যানিশ পরিচালক কার্লোস মার্কেস-মার্সেত ও কানাডিয়ান পরিচালক ক্লোয়ি রোবিশোঁ।
এছাড়া বিশেষ সম্মাননা পাচ্ছেন ইরানি নির্মাতা জাফর পানাহি, স্কুইড গেম তারকা লি বিয়াং হান ও কানাডিয়ান পরিচালক জাকারিয়াস কুনুক।
উৎসবের চলচ্চিত্রগুলো টিকিট কেটে দেখতে পারবেন সাধারণ দর্শকরা। তবে কেনার প্রক্রিয়াকে সহজ করতে অফিসিয়াল ওয়েবসাইটে রাখা হয়েছে প্রশ্নোত্তর বিভাগ ও ভিডিও গাইড।
তারকাদের কাছ থেকে দেখার সেরা উপায় হলো ‘ফ্যান জোন’ টিকিট। প্রিন্সেস অব ওয়েলস থিয়েটার, রয়্যাল আলেকজান্দ্রা থিয়েটার ও রয় থমসন হলে লালগালিচায় তারকাদের হাঁটাহাঁটি উপভোগ করা যাবে। এছাড়া ডেভিড পিকাউট স্কয়ারসহ আরও পাঁচটি ফ্যান জোনে দর্শকদের ভিড় জমবে বলে আশা আয়োজকদের।

