খেলা

প্রকাশিত হলো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনির আত্মজীবনী

Share this:

আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির জীবনকাহিনি নিয়ে প্রকাশিত হলো নতুন বই—‘স্কালোনি: অফিসিয়াল বায়োগ্রাফি’। খ্যাতিমান লেখক দিয়েগো বোরিনস্কির লেখা এই গ্রন্থে উঠে এসেছে কোচিং জীবন ছাড়াও তার খেলোয়াড়ি ক্যারিয়ারের নানা অজানা অধ্যায়।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আত্মজীবনীর খবর দেন স্কালোনি। বইটি বর্তমানে আর্জেন্টিনার সব বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। দাম রাখা হয়েছে প্রায় ২৮ হাজার আর্জেন্টাইন পেসো (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৩১৫ টাকা)।

বোরিনস্কি বইটিতে সংকলন করেছেন স্কালোনিকে ঘিরে ১০০টি অজানা গল্প। এর মধ্যে রয়েছে তার শৈশবের ফুটবল যাত্রা, ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলার দিনগুলো এবং প্রায় হঠাৎ করেই আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হয়ে ওঠার গল্প।

লেখক এ বইয়ের জন্য সাক্ষাৎকার নিয়েছেন ৪০ জনেরও বেশি মানুষকে—যাদের মধ্যে ছিলেন স্কালোনি নিজে, পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু, সাবেক সতীর্থ, জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এমনকি তিনি গিয়েছিলেন স্কালোনির জন্মস্থান পুজাতোতেও, যেন কোচের শিকড়ের গল্প ফুটিয়ে তোলা যায়।

স্কালোনি ১৯৯৪ সালে নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক করেন। পরে খেলেছেন এস্তুদিয়ান্তেস, ডেপার্তিভো লা করুনা, ওয়েস্ট হ্যাম, রাসিং সান্তান্দার, লাৎসিও, মায়োর্কা এবং আতালান্তায়। ২০১৩ সালে আতালান্তাতেই শেষ হয় তার খেলোয়াড়ি ক্যারিয়ার। এরপর শুরু হয় নতুন অধ্যায়—কোচিং। যার পরিণতিতে আর্জেন্টিনাকে এনে দেন বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ।

বোরিনস্কি আর্জেন্টাইন ফুটবলে জীবনীগ্রন্থ লেখার জন্য পরিচিত। এর আগে তিনি মাতিয়াস আলমেইদা, আন্দ্রেস দালেসান্দ্রো এবং মার্সেলো গালার্দোর ওপরও অনুমোদিত জীবনী লিখেছেন।

‘স্কালোনি: অফিসিয়াল বায়োগ্রাফি’ তাই শুধু একজন কোচের গল্প নয়, বরং একজন সাধারণ ছেলেকে বিশ্বকাপজয়ী কাণ্ডারিতে পরিণত হওয়ার যাত্রাপথের দলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *