বিনোদন

বাবা হারালেন ইত্যাদির ‘নাতি’ নিপু

Share this:

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নাতি খ্যাত অভিনেতা শওকত আলী তালুকদার নিপু বাবা হারিয়েছেন। ইত্যাদি কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিনেতার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিপুর বাবা ডা. গোলাম মোস্তফা তালুকদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন নিপুর বাবা। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও পরে উত্তরার আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উত্তরার একটি মসজিদে ডা. গোলাম মোস্তফা তালুকদারের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় অভিনেতার গ্রামের বাড়ি জামালপুরে। সেখানেই দ্বিতীয় জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *