রাজনীতি

‘যে কমিশন মার্কা দিতে পারে না, তারা সুষ্ঠু ভোটও করতে পারবে না’

Share this:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে নির্বাচন কমিশন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো শক্ত মেরুদণ্ড প্রদর্শন করতে পারে না তারা কোনো সুষ্ঠু নির্বাচন করতেও সক্ষম হবে না।

সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালি এলাকায় আরপি কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, কোনো দলের চাহিদা মতো একটা প্রতীক বরাদ্দ দিতে না পারলে এ কমিশনের ওপর থেকে জনগণ সম্পূর্ণ আস্থা হারাবে। আইনগত যেহেতু কোনো বাধা নেই তাই শাপলা প্রতীক বরাদ্দ দিতে হবে এবং এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। অন্য কোনো অপশন নেই।

তিনি বলেন, নির্বাচন কমিশনের আইনগত কোনো বাধা না থাকলে দেশের যেকোনো দলের চাহিদা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া উচিত। কোনো প্রতীক আগে থেকে তালিকায় না থাকলে তা যুক্ত করতে হবে, কিন্তু মানুষের হাসির খোরাক জোগায় এমন প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে এনসিপির চাহিদা অনুযায়ী শাপলা প্রতীক বরাদ্দ দিতে হবে।

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে

সারজিস আলম বলেন, তিন পার্বত্য জেলা বাংলাদেশের অংশ। এটা আমাদের সার্বভৌমত্বের অংশ। দেশের সার্বভৌমত্বের সঙ্গে বিন্দু পরিমাণ আপস করার কোনো সুযোগ নেই। দেশের ভেতর বসে থেকে হোক আর বাহিরের দেশে বসে থেকে হোক আমাদের পাহাড়ি এলাকা নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সেনাবাহিনী ও সরকার দেশের সবার সহযোগিতা পাবে।

টিআরপি পাওয়ার জন্য ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারণা

সারজিস আলম বলেন, ভারত মাঝেমাঝেই তাদের দেশের মানুষকে আমাদের দেশে পুশইন করার চেষ্টা করছে। শুধুমাত্র টিআরপি পাওয়ার জন্য ভারতের মিডিয়া নামক কিছু প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা চালিয়ে নিজেদের দেউলিয়াত্বের প্রমাণ দিয়ে যাচ্ছে। সরকার এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে ভারতের এ সব প্রতিষ্ঠানের মিথ্যা প্রপাগান্ডা রুখে দিতে হবে।

সারা দেশে কমিটি দেবে এনসিপি

আগামী নভেম্বর মাসের মধ্যে এনসিপি দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে আহ্বায়ক কমিটি করতে সক্ষম হবে বলে জানিয়েছেন এই নেতা।

এনসিপির জেলা কমিটির প্রধান সমন্বয়ক প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদ, নাটোর জেলা সিনিয়র সমন্বয়কারী ও নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফ, সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান পিয়াস, মো. তৌফিক নেওয়াজ, মাহফুজুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা সভাপতি শিশির মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *