বরিশাল বিভাগ

বরিশালে বিএনপি অফিসে অগ্নিকাণ্ড

Share this:

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও অফিসটি এবং ভেতরে থাকা আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *