ফিরলেন তানহা তাসনিয়া
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলাম। ‘ভালো থেকো ‘ সিনেমায় সাবলীল অভিনয় দিয়ে মন কেড়েছে সিনেমা প্রেমীদের।তানহা তাসনিয়া ইসলাম শুধু সিনেমায় নিজেকে আটকে রাখেনি ,তিনি পাশাপাশি ওয়েব সিরিজ, নাটক,বিজ্ঞাপন এবং বিগ বাজেটের মিউজিক ভিডিওতে কাজ করছেন।
করোনার সময় কাল যাচ্ছে তাই তিন মাস ঘরেই অবস্থান নিয়েছিল এ-নায়িকা।তবে তিনি ফিরেছেন আজ একটি সিঙ্গেল নাটকের মধ্যে দিয়ে।
“শংকিত সময়” শিরোনামের নাটকটির বিপরীতে রয়েছেন এস এম জনি।আজ উত্তরাসহ বিভিন্নস্থানে নাটকটির চিত্রধারণ সমাপ্তি করেন পরিচালক অলক হাসান।নাটকটি অনলাইনের জন্য নির্মিত হয়েছে এবং এই ঈদেই এটি অবমুক্ত করা হবে বলে জানান।গল্পের রচনায় ছিলেন শ্যামল শিশির।
নাটকের প্রসঙ্গে তানহা ডেইলি বাংলাদেশ টাইমকে বলেন, করোনা ভাইরাস রিলেটেড এবং ফ্যামিলি ড্রামা ও রোমান্টিক ঘরানার গল্পের উপর নাটকটি নির্মিত হয়েছে।দারুন একটি গল্প আশা করছি তো সবারই ভালো লাগবে।
কাজে ফেরা নিয়ে তিনি আরো বলেন ,দারুন একটা অনুভূতি হচ্ছে এবং অপেক্ষা করছিলাম কবে থেকে কাজ শুরু করবো অবশেষে কাজ শুরু করলাম ভালোই লাগছে।এবং পাশাপাশি একটা ভয় তো কাজ করেছি কিন্তু আমরা সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনেই কাজ করেছি।এছাড়াও এই তিন মাসে কিন্তু অনেক কাজের অফার পেয়েছি কিন্তু করি নাই।আর সিনেমার নতুন কোনো খবর নেই তবে একটা সিনেমা নিয়ে কথা চলছে।