বরিশাল বিভাগ

বরিশালে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৫৬ জন

Share this:

বরিশাল ব্যুরো ॥ গত ২৪ ঘন্টায় ৩০ জনসহ সর্বমোট বরিশালে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৬ জন। এদেরমধ্যে ১ হাজার ৪৩২ জন সুস্থ্য হয়েছেন। এ যাবত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৪০ জন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
সূত্রমতে, এ পর্যন্ত বরিশাল মহানগরীতে ১ হাজার ৬৮৯জন ও সদর উপজেলা ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলার বাকি নয়টি উপজেলায় ৬৩১ জনসহ আক্রান্তসহ মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৫৬ জন।
এদিকে করোনায় আক্রান্তদের মধ্যে জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ৩০৪ জন, জেলা পুলিশে ৭৩ জন, নগর পুলিশের ২৪৪ জন, রেঞ্জ ১২ জন, আরআরএফ নয়জন, আর্মড পুলিশের দুইজন, নৌ পুলিশের তিনজন নিয়ে পুলিশের মোট ৩৪১ জন। র‌্যাব-৮ এর ২৬ জন, এনএসআই তিনজন এবং ব্যাংকার ৪৯ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৬৫৬ জন নারী এবং ১ হাজার ৭শ’ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *