বরিশাল বিভাগ

বরিশালে ইজিবাইকের যাত্রী গৃহবধূ নিখোঁজ

Share this:


প্রতিনিধি মুলাদী (বরিশাল) ॥ ব্যাটারীচালিত ইজিবাইকে যাত্রী হয়ে স্বামীর বাড়িতে যাওয়ার সময় নিখোঁজ গৃহবধূর তিনদিনেও সন্ধান মেলেনি। এ ঘটনায় জেলার মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
মঙ্গলবার সকালে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্বচর নলচিড়া গ্রামের কবির হাওলাদারের স্ত্রী হেলেনুর বেগমের থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, হেপি আক্তারকে (২১) গত দুইবছর পূর্বে সামাজিকভাবে বিয়ে দেয়া হয়। গত ১২ সেপ্টেম্বর হেপি তার বাবার বাড়ি থেকে কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের স্বামী সজল সরদারের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। সূত্রে আরও জানা গেছে, গৃহবধূ হেপি বাবার বাড়ি থেকে খেয়া নৌকায় নদী পার হয়ে গৌরনদী এলাকা থেকে একটি ইজিবাইকে যাত্রী হয়ে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে পথিমধ্যেই নিখোঁজ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *