গৌরনদীতে ডায়াগনষ্টিক সেন্টারের নবনির্মিত ভবনে কার্যক্রমের উদ্বোধণ
প্রতিনিধি,গৌরনদী (বরিশাল) ॥ বরিশালের গৌরনদী উপজেলাবাসীকে মান সম্পন্ন চিকিৎসা সেবা দেয়ার লক্ষে এবি সিদ্দিক ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বারের নবনির্মিত ভবনে কার্যক্রম উদ্বোধণ করা হয়েছে।
বুধবার ফিতা কেটে ভবনের উদ্বোধণ করেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, আতিকুর রহমান শামীম, আহাদ মিয়া রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূইয়া, ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক আনিসুর রহমান প্রমুখ। শেষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ।