বরিশাল বিভাগ

গৌরনদীতে এক সাথে ১১টি গরুর মৃত্যু

Share this:

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : উপজেলার গেরাকুল গ্রামের একটি গরু খামারে সোমবার রাতে বিষক্রীয়ায় ১১টি গরুর মৃত্যু হয়েছে। এঘটনার পর থেকে ফার্মের তত্বাবধায়ক পলাতক রয়েছে।
খামার মালিক ইয়াকুব হোসেন জানান, সোমবার বিকেলে খামারের একটি গরু অসুস্থ হয়ে পরলে খামারের তত্বাবধায়ক মানিক হোসেনের কাছে গরু অসুস্থ হওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়। এসময় সে (খামারের তত্বাবধায়ক) অসুস্থ গরুকে সুস্থতার জন্য ঔষধ খাওয়ানোর বিষয়টি তাকে (খামার মালিক) জানায়। পরবর্তীতে আরও গরু অসুস্থ হয়ে পরে। রাতে খামারের মোট ১১টি গরুর মৃত্যু হয়। এতে তার ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এবিষয়ে গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গরুগুলো খাদ্যে বিষক্রীয়ায় মারা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *