প্রশংসিত বিপ্লব সাহার ‘একটু একটু করে’
বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা। একদিকে ফ্যাশন জগতে ও পোশাক শিল্পে অবদান রাখার জন্য বারবার পেয়েছেন সম্মাননা। অপরদিকে গানে কন্ঠ দেয়াতে পেয়েছেন জনপ্রিয়তা।
জানুয়ারি মাসের ১ তারিখে মুক্তি পায় তার কন্ঠে একটি গান। বিশ্বরঙ এর ব্যানারে ও কায়সার খানের সংগীত ও সুরে এবং জিয়াউদ্দিন আলমের কথায় নতুন মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়।গানটি এরইমধ্যে দর্শকপ্রিয়তা লাভ করে।বেশ প্রশংসা কুড়াচ্ছেন গানের শিল্পী বিপ্লব সাহা।
গানের প্রসঙ্গে তিনি ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, গানটি অল্প সময়ের মধ্যে সবার কাছে ভালো লেগে যাবে ভাবিনি।আমি চেষ্টা করেছি ভালো কিছু করার।সবার ভালোবাসা ও দোয়া আমার অনুপ্রেরণা যোগায়।গানের প্রশংসা সবাই করছে।আশা করছি সামনে আরো ভালো কিছু দিতে পারব।
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন এবং কোরিওগ্রাফি করেছেন সজিব মাহমুদ মাইকেল বাবু ও রতন।