আবারো আইটেম গানে ইশরাত পুনম
ইশরাত পুনম এই সময়ের ব্যস্ততম মডেল অভিনেত্রী।আজ থেকে ১০ বছর আগে শোবিজে শুরুটা হয়েছিল একজন নৃত্যশিল্পী হিসেবে এরপরে মডেলিং। যার গ্রুমিংয়ে ছিল দেশের খ্যাতিমান মডেল কোরিওগ্রাফার বুলবুল টুম্পা।
তবে সিনেমা দিয়েই শুরু করেন পর্দার যাত্রা।রয়েল খান পরিচালিত সিনেমা গেইম রির্টানস সিনেমায় আইটেম গান করে বেশ আলোচনায় আসেন এই ইশরাত পুনম।এই অভিনেত্রী নাটকেও অভিনয় করেছেন।টম এন্ড জেরী, ব্যাটম্যান,ব্যাচেলর পয়েন্টসহ বেশ কিছু জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করেছেন।ফোনএক্স নামের একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।
সম্প্রতি তিনি আবারও আইটেম গানে কাজ করেছেন।কয়েকদিন আগে সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর গল্প অবলম্বনে এবং নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত গাংচিল সিনেমায় তাকে আইটেম কন্যা হিসেবে দেখা যাবে।আইটেম সংটি পরিচালনা করেছেন মাসুম বাবুল।
কাজ করার প্রসঙ্গে ইশরাত পুনম ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন,এই নিয়ে আমার তিনটি আইটেম গান হলো।সবশেষ গোলাম সোহরাব দোদুল ভাইয়ের সাপলুডু সিনেমায় আইটেম করেছিলাম। আর এখন করলাম নেয়ামূল ভাইয়ের।কাজটি খুবই ভালো হয়েছে এবং আমার বিশ্বাস সবারই ভালো লাগবে।আর একটি বিষয় এটাই আমার শেষ আইটেম গান।এরপর আর করব না।এখন অভিনয় ও চরিত্র এবং গল্পের দিকে নজর দিতে চাই।মানে কথা অভিনয় করতে চাই এবং ভালো একজন অভিনেত্রী হতে চাই।
নতুন কাজের প্রসঙ্গে বলেন,কয়েকটি সিনেমার কথা চলছে আইটেম না নায়িকা চরিত্র থাকছে সেটি এখনই বলতে চাইনা।এবং বিজ্ঞাপনের কথাও চলছে। ব্যাটে বলে মিললেই হয়ে যাবে আশা করছি।
তিনি আরো বলেন,আমি কাজ করতে চাই অবশ্যই ভালো কাজগুলো। যে কাজগুলো দিয়ে আমাকে মনে রাখবে দর্শক।আমি একজন অভিনেত্রী তাই এক জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখতে চাইনা।কিছুদিন আগেও একটি ওভিসির কাজ করলাম।সেটিও ভালো কাজ ছিল।সবাই দোয়া করবেন আমার জন্য। কাজ দিয়েই সবার মধ্যে থাকতে চাই।