বরিশাল বিভাগ

বরিশালে ব্রীজ নয় যেন মরন ফাঁদ!

Share this:


বরিশাল ব্যুরো :

জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া-রাজগুরু গ্রামের সংযোগস্থলে আমতলী খালের ওপর দুই যুগ পূর্বে নির্মিত লোহার ব্রিজ এলাকাবাসীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।


স্থানীয়রা জানান, ব্রিজটি দিয়ে প্রতিদিন পাঁচ হাজার মানুষ যাতায়ত করেন কিন্তু ব্রিজটি সংস্কারের জন্য জনপ্রতিনিধি বা কর্তৃপক্ষরা এগিয়ে আসছেন না। ফলে ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মনোয়ারুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়রন ব্রিজের প্রকল্পের মধ্যে ওই ব্রিজটি অন্তর্ভুক্ত করা হবে।
এবিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম জানান, ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *