বরিশাল বিভাগ

আগৈলঝাড়ায় বিষপানে ছাত্রীর মৃত্যু

Share this:


প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল) : পারিবারিক কলহের জেরধরে উপজেলার বড় বাশাইল গ্রামে নুপুর ঘটক (১৬) নামের এক শিক্ষার্থীর বিষপানে মৃত্যু হয়েছে ।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত নুপুর ওই গ্রামের ব্রজেশ্বর ঘটকের কন্যা ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলো ।


নিহতের পিতা ব্রজেশ্বর ঘটক জানান, শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনার জেরধরে সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে তার কন্যা নুপুর ঘটক। মুমূর্ষ অবস্থায় তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।

পরে সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয় । শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার (নুপুর) মৃত্যু হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *