চলে গেলেন ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালু
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ হোসেন কালু (৯১) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি স্ত্রী ও ১ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকাল দশটায় নগরীর চৈতন্য স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মরহুমের কফিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো হয়। পরে ঝালকাঠির রাজাপুরের পারিবারিক কবরস্তানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।