বরিশালে সড়ক দূর্ঘটনায় দুই নারী নিহত
বরিশাল ব্যুরো : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল নামক এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারস্যহীন চল্লিশোর্ধ এক নারী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একইদিন রাতে গৌরনদী উপজেলার মধ্যপিঙ্গলাকাঠী গ্রামের আলাউদ্দিন সরদারের স্ত্রী শাহনাজ বেগম (৪৭) বাগেরহাটের খানজাহান আলীর মাজার থেকে মাহেন্দ্রাযোগে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।