আগৈলঝাড়ায় নিরাপদ ফসল উৎপাদনে কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে কৃষক-কৃষানীদের এক দিনব্যপি প্রশিক্ষণ দেয়া হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল জানান, ২০২০-২১ অর্থবছরের নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আগৈলঝাড়া কৃষক-কৃষানীদের এক দিনব্যপি প্রশিক্ষণ দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে কৃষক-কৃষানীদের এক দিনব্যপি প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, আগৈলঝাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবা নার্গিস নীলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু। এ সময় আরো উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপসহকারি কৃষি কর্মকর্তা মনতোষ সরকার, মো. জাফর ইকবল মো. খলিলুর রহমান। প্রশিক্ষণে প্রশিক্ষকরা বলেন, গ্রীষ্মকালীন টমেটো. বেগুন, করলা, গ্রীষ্মকালীন শিম, লাউ ও মিষ্টিকুমড়ারসহ বিভিন্ন ফসলের ক্ষতিকর পোকামাকড় ও রোগদমন জৈবিক বালাই ব্যবস্থাপনা: উদ্দেশ্যসমূহ, উপকারিতা ও সতকর্তা। জৈব বালইনাশক প্রস্তÍÍুতের উদ্ভিদ/ গাছগাছলার নাম, জৈব বালাইনাশক প্রস্ত্ুতপদ্ধাত ও ব্যবহার বিধি এবং বাজারজাতকৃত ফসলে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।