পালরদী নদী থেকে বালু উত্তোলন ॥ একজনের কারাদন্ড
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : গৌরনদী উপজেলার পালরদী নদী থেকে অবৈধ উপায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সুজন ফকির নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে । পাশাপাশি দুইটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত সুজন উপজেলার বড় কসবা গ্রামের সামসুল হকের পুত্র ।
মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর বাউরগাতী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে নদী থেকে বালু উত্তোলনের সাতে জড়িত সুজনকে আটক করা হয় । পরে আটককৃত সুজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর অধীনে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স । এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই ইমাম হোসেনসহ অন্যান্যরা ।