বরিশাল বিভাগ

গৌরনদীতে নারী নেত্রীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তিন ডাকাত গ্রেফতার

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : জেলা মহিলা পরিষদের আইন বিষয়ক সম্পাদক ও নারী নেত্রী প্রতিমা সরকারের গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতি করে ফেরার পথে থানা পুলিশ ডাকাতির লুন্ঠিত মালামালসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে ।


ডাকাতির ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত মধ্যরাতে জেলার গৌরনদী উপজেলা নলচিড়া খানাবাড়ি এলাকায়। নারী নেত্রীর ভাই শিশির সরকার জানান, সংঘবদ্ধ ডাকাত সদস্যরা তাদের গৃহে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নেয় ।


গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ওই এলাকার তিনটিস্থানে চেকপোস্ট বসিয়ে লুন্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রাংশসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-বাকেরগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা

জাহাঙ্গীর সরদার, ফিরোজ হাওলাদার ও নলচিড়া গ্রামের আব্দুল মালেক জমাদ্দারের ছেলে তারেক জমাদ্দার। এরমধ্যে ডাকাত জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *