জাতীয়বরিশাল বিভাগসারাদেশ

গৌরনদীর টরকী বন্দরে ফিল্মি স্টাইলে গণডাকাতি

Share this:

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার টরকী বন্দরের ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে গণডাকাতি করে প্রায় দের কোটি টাকা লুট করে নিয়েছে সশস্ত্র ডাকাত দল । শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে । টরকী বন্দরের ব্যবসায়ী সুমন দাশ (নন্দ) জানায়, আমার জীবনের প্রথম এমন গন ডাকাতির ঘটনা দেখলাম, এর আগে ১৯৭৪ সালে বন্দরে গন ডাকাতির ঘটনা হয়েছিল ।


ডাকাত কবলিত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে হাফ প্যান্ট পরিহিত ৪৫/৫০ জন সশস্ত্র ডাকাত দল বন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শাটার ও তালা ভেঙ্গে দোকানের ভিতরে প্রবেশ করে । এসময় দোকানের মধ্যে থাকা লোকজনদের মারধর, হাতপা বেধে ও জিম্মি করে ব্যবসা প্রতিষ্ঠানের আলমিরা এবং সিন্দুক ভেঙ্গে নগদ টাকা লুট করে ট্রলার ও স্পিড বোট যোগে পালিয়ে যায় । যাওয়ার সময় পথচারী, মাছ ব্যবসায়ী ও অটো চালকদের মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে তাদের দড়ি দিয়ে বেধে রেখে যায় । পরে তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *