গানবিনোদন

সুজয় শ্যামের সুরে গাইলেন আকিব বিন আখতার

Share this:

দেখতে অনেকটাই বাপ্পী লাহিড়ীর মত তবে কন্ঠ পেয়েছেন আতিফ আসলামের, বলছি কথা জনপ্রিয় কণ্ঠশিল্পী আকিব বিন আখতার এর কথা। আকিব ছোটবেলা থেকেই গানে চর্চা করে আসছেন।তিনি স্কুল কলেজে পড়াকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে গান গেয়েছেন এবং জিতেছেন পুরস্কার হয়েছেন চ্যাম্পিয়ন।

সাত বছর ক্যারিয়ারে শুরুটা হয়েছিল ‘ভালোবেসেছি তোমায় ‘ শিরোনামের একটি ডুয়েট গানের মধ্য দিয়ে।১৭ টি মৌলিক গানের মধ্যে সাতটি ডুয়েট দশটি সলোতে কন্ঠ দিয়েছেন।এছাড়াও অসংখ্য গানে তিনি কন্ঠ দিয়েছেন মোটামুটি অনেকের সাথেই তার কাজ হয়েছে তার। নিজের সূরেও বেশ কিছু গান করেছেন।তিনি সমানভাবে স্টেজ শো করেন বিভিন্ন স্থানে।

সম্প্রতি তিনি আবারও বিটিভিতে একটি গানের প্রোগ্রাম করলেন। সুজয় শ্যামের সুরে এবার গাইলেন আকিব।

বাংলাদেশ টেলিভিশনে ‘অন্তরের গান’ নামক অনুষ্ঠানে আকিব গাইবেন কিংবদন্তি সংগীত পরিচালক সুজয় শ্যামের সুরে একটি মৌলিক গান।নাই বা পেলাম আমি তোমায় শিরোনামে গানটি লিখেছেন নাসির আহমেদ সুর করেছেন সুজয় শ্যাম।

বিটিভির অনুষ্ঠানমালার মধ্যে আগামি ডিসেম্বর মাসে তারিখ নির্ধারিত সময়ে প্রচারিত হবে। ‘অন্তরের গান’ শিরোনামের এই অনুষ্ঠানটি করছেন প্রযোজনা নূর আনোয়ার রঞ্জু।

আকিব এ প্রসঙ্গে ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন,বিটিভিতে বরাবরই অনুষ্ঠান করা হয় কিন্তু আজ অনূভুতি টা অন্যরকম তার কারন আগে গেয়েছি অতিথি শিল্পী হয়ে তবে এবারই প্রথম তালিকাভুক্ত হবার পর প্রথম মৌলিক গান করছি তা ও একজন কিংবদন্তি সংগীত পরিচালক এর সুরে। তাই আমি সত্যিই আনন্দিত। গানটি চেষ্টা করেছি গাইতে আশা করছি আমার যারা দর্শক শ্রোতা আছেন তাদের ভালো লাগবে।

উল্লেখ্য, বারোটি মাস, মন মানেনা, কত জ্বালাবি বল, পোড়ামনসহ অনেক জনপ্রিয় গান রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *