গৌরনদীতে রমজানের খাদ্য সহায়তা প্রদান
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
তুরস্কের জনগনের পক্ষ থেকে গৌরনদী উপজেলার চারশ’ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষ্যে তুরস্কের সংস্থা টিকার মাধ্যমে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বুধবার সকালে ও দুপুরে পৃথকভাবে উপজেলার মাহিলাড়া ও চাঁদশী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে
খাদ্য সহায়তা প্রদান করেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, টিকার কান্ট্রি ডিরেক্টর শোভকি র্মেথ, ডেপুটি ডিরেক্টর আহমেদ ফারুক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।