বরিশাল বিভাগ

বরিশাল পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধণ করলেন আইজিপি

Share this:


বরিশাল ব্যুরো :

জেলা পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন ও বরিশাল পুলিশ লাইনের প্রধান ফটক এবং ঝালকাঠী জেলা পুলিশ অফিসার্স মেস ভবনের উদ্বোধণ করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ ।


সোমবার বেলা পৌনে ১২টায় দোয়া-মোনাজাতের মাধ্যমে নবনির্মিত এ ভবনের উদ্বোধণ করা হয়। পরে বেলুন, ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে নতুন ভবনে প্রবেশ করে অবকাঠামো পরিদর্শণ করেন আইজিপি। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বরিশাল পুলিশ রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি (আইজিপি) পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *