আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আবার রকেট হামলা: ইরাকি গণমাধ্যম

Share this:

অনলাইন ডেস্ক ॥ ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে কয়েকটি রকেট আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইরাকি গণমাধ্যম। ইরানের বার্তা সংস্থা ফার্স এ খবর জানিয়ে বলেছে, আজ (বৃহস্পতিবার) ভোররাতে এই রকেট হামলা হয়।

কোনো কোনো ইরাকি গণমাধ্যম তিনটি রকেটের আঘাত হানার কথা জানিয়েছে; আবার কোনো কোনো গণমাধ্যম অন্তত চারটি রকেট হামলার খবর দিয়েছে। বাগদাদের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা আজ ভোররাতে মার্কিন দূতাবাস থেকে সাইরেন বাজার শব্দ শুনেছেন।

তবে এসব রকেট ঠিক কোথায় গিয়ে পড়েছে এবং তাতে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে ইরাকি গণমাধ্যম এখনো কিছু জানায়নি।

বাগদাদের মার্কিন দূতাবাসের পাশাপাশি ‘আত-তাজি’ ও ‘আল-বালাদ’ ঘাঁটিসহ ইরাকে অবস্থিত মার্কিন সন্ত্রাসী সেনাদের ঘাঁটিগুলোতে বিগত কয়েক মাসে বেশ কয়েকবার রকেট হামলা হয়েছে।

ইরাকের বেশিরভাগ জনগণ ও রাজনৈতিক দল দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে সোচ্চার। এ ছাড়া, ইরাকের পার্লামেন্টও সর্বসম্মতভাবে দেশটি থেকে মার্কিন সেনা বাহিষ্কারের বিল পাস করেছে। কিন্তু এতসব সত্ত্বেও আমেরিকা নির্লজ্জভাবে ইরাকে নিজের সন্ত্রাসী বাহিনীকে মোতায়েন করে রেখেছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *