গৌরনদীতে পানবরজ মালিককে পিটিয়ে আহত
বরিশাল ব্যুরো ॥ পানবরজের মাটির বাঁধ ভেংগে দেয়ার জেরধরে পানবরজ মালিক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহত পানবরজ মালিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামের।
গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত হাকিম ঘরামী (৩৫) জানান, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় তার পানবরজের চারপাশে মাটির বাঁধ নির্মাণ করেন। মঙ্গলবার সকালে পাশ^বর্তী পানবরজ মালিক একই গ্রামের খোরশেদ হাওলাদার তার (হাকিমের) পানবরজের বাঁধের উপর পানি সেচ দিলে হাকিম ঘরামীর পানবরজ তলিয়ে যায়। এঘটনায় উভয়ের মধ্যে বাগবিতন্ডা শুরু হলে খোরশেদ হাওলাদার, জলিল হাওলাদার, রিপন ও লিটন হাওলাদার প্রতিপক্ষ পানবরজ মালিক হাকিম ঘরামীকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্বামী হাকিম ঘরামীকে মারপিট থেকে রক্ষা করতে গিয়ে হাকিমের স্ত্রী মমতাজ বেগম, ভাইয়ের স্ত্রী শাহানাজ বেগম আহত হন। এঘটনায় গৌরনদী মডেল থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।