পিইউবি’তে স্পোর্টস ও কালচারাল ক্লাবের যাত্রা শুরু
(সিনিয়র রিপোর্টার -সোয়েব সিকদার, অরণ্য)-দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ -পিইউবি ‘তে আজ বুধবার থেকে কালচারাল এবং স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু করে। আসাদগেট ক্যাম্পাসে এই কালচারাল এবং স্পোর্টস ক্লাবের কাজ শুরু হয় বলে জানা যায়। কালচারাল এবং স্পোর্টস ক্লাবের
মাধ্যমে সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করার প্রচেষ্টার লক্ষে কাজ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

যাত্রাকালে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ -পিইউবি’র শিক্ষক,শিক্ষার্থী, কর্মচারী থেকে সবাই উপস্থিত ছিলেন। সবাই ভূয়সী প্রশংসা করে বলেন পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ -পিইউবি বরাবরই বৈচিত্র্যময় সাংস্কৃতিক আদান-প্রদানে বিশ্বাসী। আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আলাদা কিছু স্মার্টনেস তৈরী হোক। পড়াশোনার পাশাপাশি তারা সাংস্কৃতিক বিষয়ে জ্ঞান অর্জন করুক। এতে করে মেধার বিকাশ ঘটবে।

