স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা আয়োজনের দাবি
করোনা সঙ্কটে এইচএসসি পরীক্ষা বন্ধ রয়েছে। ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রায় তিন মাস পার হতে চলেছে। পরীক্ষা গ্রহণ এখনো অনিশ্চিত। এতে শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। অনেকেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন। কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের মানবিক শাখার পরীক্ষার্থী পপি আক্তারসহ কিশোরগঞ্জ এলাকার প্রায় অর্ধশত শিক্ষক বলেছেন, পরীক্ষা বন্ধ থাকায় তারা শিক্ষার্থীদের জীবন নিয়ে খুবই উদ্বিগ্ন।
তার মা-বাবাও উৎকণ্ঠায় আছেন। পরীক্ষা বন্ধ থাকায় পড়াশোনায়ও মন বসছে না। তাতে ধারাবাহিক শিক্ষাজীবনও বিঘিœত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করলে অন্তত একটি বছর নষ্ট হবে না বলেও তিনি মনে করেন। করোনা সঙ্কট কবে কাটবে তার কোন নিশ্চয়তা নেই।