বিনোদন

শুভ জন্মদিন মাসুদ রানা সময়

Share this:

দেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার এবং আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার মাসুদ রানা সময়।দীর্ঘদিন যাবত তিনি গ্ল্যামারর্স দুনিয়া সুনামের সহিত কাজ করে আসছেন।নামি-দামি অনেক ফ্যাশন হাউজে তিনি ডিজাইনার হিসেবে ছিলেন।দেশের তারকাদের প্রথম পছন্দ মাসুদ রানা সময়ের ডিজাইন করা বাহারী সকল পোশাক।সময় এই সব কাজের জন্য পুরস্কারও পেয়েছেন বিভিন্ন প্রোগ্র‍্যামে।তবে তিনি অনেকটাই প্রচারের বাহিরে থাকতেই পছন্দ করেন। তিনি মনে করেন কাজটাই আসল আর ভালো কাজ করলে মানুষ এমনিতেই জানবে।

আজ ৮ জুলাই এই খ‍্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনারের জন্মদিন। ডেইলি বাংলাদেশ টাইম এর পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তারকা এই প্রিয় ফ্যাশন ডিজাইনার।

সারাদিন শুভেচ্ছা নিতে আর দিতে চলে যায় দিন এতে করে কিছুটা বিপাকেও পরেন তিনি কারণ জন্মদিনে বিভিন্ন চ্যানেলে তার তাকে টকশো এবং গেটটুগেদার।তবে ভালোবাসায় সিক্ত এ খ‍্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার চেস্টা করেন সময় করে সব স্থানে যাবার।

জন্মদিন উপলক্ষে ডেইলি বাংলাদেশ টাইম কে তিনি জানান, সবাই দু’তিন দিন আগে থেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। আসলে এটা অন্য ধরণের ভালোবাসা যেটি অন্যসব কিছুর কাছে মূল্যহীন। এই ভালোবাসা আমি যুগযুগ ধরে তৈরি করেছি সবার কাছ থেকে। এই ভালোবাসা আমি সবার কাছে কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আমার জন্য।

তিনি আরো বলেন, মাস ছয়েক আগে আমার ভাই চলে গেছেন পৃথিবী ছেড়ে তাই মনটা ভিষন রকমের খারাপ ছিল। কোনো কিছুতেই মন টানছে পরে সবাই বলল আসো সবার সাথে থাকো মন ভালো হবে। তাই চিন্তা করলাম পার্টি না, ছোট একটা গেট -টুগেদার করব আগামীকাল। বনানীর একটি রেস্টুরেন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *